Saturday, 17 March 2018

facebook new funny tips


দৈনিক প্রায় ১০০ কোটিরও বেশি মানুষ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক ব্যবহার করেনকিন্তু ফেসবুকে এমন বেশ কিছু মজাদার অপশন রয়েছে, যা এখনও অনেকেই জানেন না

আসুন জেনে নিই, ফেসবুকের দারুণ মজাদার কয়েকটি বিষয়. . .

১. ফেসবুকে আপনার প্রথম পাঠানো মেসেজটি দেখতে পাবেনতার জন্য টাইমলাইনের নীচের দিকে অন্তহীন যাত্রা করে লাভ নেইদ্রুত করতে হলে ফেসবুকের যাবতীয় ডেটা ডাউনলোড করতে হবেজেনারেল সেটিংস-এ গিয়ে সবচেয়ে নীচের লিঙ্কটিতে যেতে হবেএ কাজটি সম্পন্ন হতে অবশ্য বেশ খানিকটা সময় লেগে যাবে

ডেস্কটপে কাজটি করতে হলে ফেসবুকের মেসেজে যানকোন বন্ধুর মেসেজে গিয়েলোড ওল্ডার মেসেজেস’-এ যানসেখানে আপনার এই বন্ধুর করা যাবতীয় মেসেজ চলে আসবেএবার লোড ওল্ডার মেসেজ অপশনের পাশে যে নম্বরটি এসেছে ইউআরএল-এ গিয়ে তার আগের নম্বরটি টাইপ করুনব্যাস! এভাবে আরও পুরনো মেসেজে চলে যেতে পারবেনএক সময় পাবেন একেবারে প্রথম মেসেজটি

২. ফেসবুকে কাউকে এড়িয়ে যেতে চান? তা হলে আপনি সম্ভবত রিড রিসিপটসএর ভক্ত ননফেসবুকে এই অপশনটি বন্ধ করার উপায় নেইতাই থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করতে হবেডেস্কটপ ব্যবহারকারীদের জন্যে ফেসবুক আনসিন অ্যাপএবংক্রসরাইডারস চ্যাট আনডিটেক্টেডঅ্যাপ এই কাজটি করতে পারবে

৩. ফেসবুক মেসেঞ্জার থেকে লাস্ট অ্যাকটিভটাইম সরাতে হলে মেসেঞ্জার অ্যাপটি ডিলিট করে দিন মোবাইল থেকেডেস্কটপে ব্যবহার করুন অথবা মোবাইল ব্রাউজারে ফেসবুক ব্যবহার করুন

৪. প্রোফাইলে ছবির গোপনীয়তা বাড়াতে পারবেনপ্রথমে প্রোফাইলে গিয়ে ছবির ওপরে ডান পাশের মেনু বাটন ক্লিক করুনভিউ অ্যাজ…’ থেকে ঠিক করে নিন কারা এই ছবি দেখতে পারবেওনলি মিকরে নেওয়ার পরেও সার্চ করলে আপনার ছবি ঠিকই বেরিয়ে আসবেএর কারণ হল, আপনার যে বন্ধুটি এই ছবিটি ট্যাগ করেছে তার সেটিংস-এ ছবিটি পাবলিক বা ফ্রেন্ডস অব ফ্রেন্ডস -এ নির্ধারণ করে দেওয়া হয়েছেআপনার অ্যাকটিভিটি লগ-এ যানডান পাশের কোনার ত্রিকোণ বোতামটি ক্লিক করুনবামের কলাম থেকে ফোটোস-এ ক্লিক করুনসেখান থেকে ফোটোস অব ইউক্লিক করুনউপরের ব্যানার থেকে শেয়ারড উইথএর পর পাবলিক, ‘ফ্রেন্ডস অব ফ্রেন্ডসপছন্দ করুনছবিটি কোন গ্রুপে দেখাচ্ছে তা দেখে নিনএবার যে ছবিটি দিয়েছে তাকে এটি মুছে ফেলার অনুরোধ করুনঅথবা ওই বন্ধু ছবিটিকে শুধু ফ্রেন্ডসবা ওনলি মিঅপশনে দেওয়ার অনুরোধ করুন

৫. যাঁরা আপনার ফেসবুকের বন্ধু নন, তাঁরা মেসেজ পাঠালে ইনবক্সের উপরে তা দেখাবে নাএগুলো অন্য এক ফোল্ডারে আসেমেসেজ-এ যান এবং আদার (৯৯+) -এর মধ্যে যানসেখানেই পাবেন অন্য মানুষের পাঠানো মেসেজ

No comments:

Post a Comment