Saturday, 17 March 2018

how to save facebook phto or profile


দিন যত যাচ্ছে ইন্টারনেটের ব্যবহার ততই বৃদ্ধি পাচ্ছেসেই সাথে জনপ্রিয় হয়ে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো

তাদের মধ্যে প্রথমেই আছে ফেসবুকক্রমশই এর ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছেতবে অনেকে আবার ফেসবুক নিয়ে নানা সমস্যায়ও পড়ছেনতার মধ্যে অন্যতম একাউন্টের পাসওয়ার্ড হ্যাক হয়ে যাওয়াবিভিন্ন কারণেই ফেসবুক আইডির পাসওয়ার্ড চলে যেতে পারে অন্যের নিয়ন্ত্রণে

চলুন জেনে নেই ফেসবুক পাসওয়ার্ড হ্যাক হওয়ার কিছু কারণ সম্পর্কে. . .

ফেইক বন্ধুত্ব
অনেক সময় দেখা যায় হ্যাকার ছদ্মবেশে আপনার সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে এরাআপনার বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে থাকেএক পর্যায়ে আপনাকে ইনবক্সে লিংক পাঠায়এসব লিংকে না বুঝে ক্লিক করলেই আপনার গোপন পাসওয়ার্ড এবং ইমেইল হ্যাকারের নিয়ন্ত্রণে চলে যাবে

ফেসবুক অ্যাপ
ফেসবুকে নানা অ্যাপ রয়েছেএগুলো ব্যবহারের ক্ষেত্রে সব সময় সাবধান থাকা উচিতঅনেকেই এসব অ্যাপকে নিজের ইমেল একাউন্ট পাসওয়ার্ডসহ নানান তথ্য দিয়ে দেনযা অনেক ক্ষেত্রেই এরা বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার কাছে বিক্রি করে এভাবে ফেসবুক অ্যাপ ব্যবহারের মাধ্যমে নিজের একাউন্ট হারাতে পারেন

একাউন্ট ফিশিং
এই প্রক্রিয়ায় হ্যাকার আপনাকে বিভিন্নভাবে লিংক পাঠাবেহতে পারে ফেসবুক ম্যাসেজে কিংবা আপনার ইমেইলেঅবিকল ফেসবুক থেকে আসা নোটিফিকেশনের মতই লিংক আসেব্যবহারকারীরা বুঝতেই পারেন না আসলে এসব ফেসবুকের নাএকে বলা হয় ফিশার ওয়েবঅবিকল দেখতে একটি ওয়েবসাইটের মতো হলেও আসলে তা নয়ফলে যদি ফেসবুক ভেবে লগ ইন করেন তাহলেই আইডি খোয়া যাবে আপনার

সাইবার ক্যাফেতে লগ ইন
অনেকে শুধু মোবাইলেই ফেসবুক চালাতে অভ্যস্তমাঝেমধ্যে কম্পিউটারে বসেন কেবল বিভিন্ন সমস্যার সমাধান করতেএসব ক্ষেত্রে যারা পাবলিক কম্পিউটার যেমন- সাইবার ক্যাফেতে যান, অনেক সময় তারা একাউন্ট লগ আউট করতে ভুলে যান অথবা অনেকেই লগ ইন করার সময়ে খেয়াল করেন না রিমেম্বার পাসওয়ার্ড দেয়া রয়েছেএভাবে আপনার অজান্তে অন্য কেউ আপনার একাউন্ট এ প্রবেশ করে হ্যাক করে নিতে পারে

ওয়েবসাইটের শেয়ার বাটন
কিছু ব্যক্তিগত ওয়েবসাইট রয়েছে যেখানে শেয়ার বাটন ক্লিক করা ঝুঁকিপূর্ণ কারণ থার্ড পার্টি ওয়েবসাইটে ছবি শেয়ার করতে সেখানে যে অপশন থাকে সেখানে ক্লিক করলেও অনেক সময় আপনার একাউন্ট ও পাসওয়ার্ড হ্যাক হতে পারে

নতুন ফিচার এনেছেন ফেসবুকএই সোশাল প্লাটফর্মে কেউ আপনার ছবি পোস্ট করলেই নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে খবরটি দেওয়া হবেএখন কেউ আপনাকে ট্যাগ করলে নোটিফিকেশন আসেকিন্তু এবার ট্যাগ ছাড়াই আপনার কোনো ছবি পোস্ট হলেই ফেসবুক আপনাকে তা জানিয়ে দেবেআসলে ফেসবুক তার ব্যবহারকারীদের হাতে আরো বেশি নিয়ন্ত্রণ তুলে দিতে চাইছে

নতুন ফিচারকে বলা হচ্ছে 'ফটো রিভিউ'মূলত ফেসিয়াল রিকগনিশনের প্রযুক্তির ব্যবহারে এ কাজটি করা হবেআরো বেশি কিছু করতে পারবেন ব্যবহারকারীরাতারা ছবিতে ট্যাগ হতে চান কিনা, আনট্যাগড থাকতে চান কিংবা ফেসবুকে বিষয়টি রিপোর্ট করতে চান- ইত্যাদি কাজ করতে পারবেন

আপনার কোনো ছবি কেউ তার প্রোফাইলে বা পোস্টে ব্যবহার করামাত্র আপনি খবর পেয়ে যাবেনফেসবুকে কারো ব্যক্তিগত ইচ্ছা বা গোপনীয়তা রক্ষায় ফেসবুক আরো বেশি নিয়ন্ত্রণ আনছে

তবে বিশেষ ক্ষেত্রে নোটিফিকেশন আসবে নাযেমন- কেউ আপনার ছবিসহ কোনো ছবি পোস্ট করলে আপনি তার অডিয়েন্স না হলে বা তিনি ছবির প্রাইভেসি সেটিংস-এ ছবিটি 'এভরিওয়ান' এর জন্যে বাছাই না করলে নোটিফিকেশন আসবে নাতবে প্রোফাইল ছবির ক্ষেত্রে মিচুয়াল ফ্রেন্ডস এর দরকার হবে না

ফেসবুকের ব্লগ পোস্টে এসব তথ্য জানান অ্যাপ্লাইড মেশিন লার্নিংয়ের পরিচালক জোয়াকুইন কুইনোনেরো ক্যান্ডেলাবলেন, আমরা চাই ফেসবুক ব্যবহারকারীরা তার ছবির বিষয়ে আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠুকতা ছাড়া কে কোথায় কীভাবে তাদের ছবি ব্যবহার করছেন সে তথ্যও তাদের কাছে আসুক

আপনি যদি কারো জন্যে 'ট্যাগ সাজেশন্স' না সেট করে থাকেন তবে ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবেট্যাগ সাজেশন্স ফিচারটি রয়েছে 'টাইমলাইন অ্যান্ড ট্যাগিং' অপশনেএর পাবেন ফেসবুকের অ্যাকাউন্ট সেটিংস ট্যাবে একবার তা ফ্রেন্ডসস করলে ফটো রিভিউ ফিচারটি চালু হয়ে যাবে

খুব দ্রুত এই ফিচারটি আনবে ফেসবুকতারা জানতে চাইবে 'ডু ইউ ওয়ান্ট ফেসবুক টু বি অ্যাবল টু রিকগনাইজ ইউ ইন ফটোস অ্যান্ড ভিডিওস?' যদি উত্তরে 'ইয়েস' ব্যবহার করেন, তবে তা চালু হবেআর 'নো' বললে তো চালু হবে না

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

No comments:

Post a Comment