Sunday, 14 January 2018

প্রথমবারের মত ফেসবুক থেকে অফিসিয়ালভাবে বলা ডিসলাইক বাটনের কখা বলা হল


👎👎👎👎👎👎👎👎👎👎👆👆👆👆👎👎👎👎👎👎👎👎👎👎👆👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👆





ফেসবুক হেড কোয়াটার এ ফেসবুকের সিইও মার্কজুকারবার্গ প্রশ্ন উত্তর সেশনে বলেন ফেসবুক ডিসলাইক বাটন নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে।

এর আগে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছিল ফেসবুক লাইকের বিকল্প হিসাবে কিছু চিন্তা করছে। এই প্রথমবারের মত ফেসবুক থেকে অফিসিয়ালভাবে বলা ডিসলাইক বাটনের কখা বলা হল ।

তিনি উল্লেখ করেন ইউটিউব বা রেডিটের মত তা নেগেটিভ কিছু প্রকাশ করবে না বরং তা মানুষের অনুভুতি প্রকাশ করবে । কোন নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানাতে কমেন্টের চেয়ে খুব সহজে ডিসলাইক বাটনে ক্লিক করার মাধ্যমে সহজেই প্রতিবাদ জানাতে পারবেন ।

খুব শীঘ্রই ডিসলাইক বাটনের কাজ শুরু হবে বলে তিনি জানান।



👎👎👎

👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

No comments:

Post a Comment