Sunday, 18 March 2018

১০ জিবি র‌্যামের ফোনে ৪২ মেগাপিক্সেল ক্যামেরা

তাইওয়ানে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান নতুন একটি ফ্লাগশিপ ফোন আনছে। মডেল এইচটিসি আর। এই ফোনটিতে ১০ জিবি র‌্যাম থাকছে। এর ক্যামেরা ৪২ মেগাপিক্সেলের। ফোনটি বাজারে আসলে এটিই হবে সবচেয়ে শক্তিশালী কনফিগারেশন অধিক র‌্যাম এবং বেশি মেগাপিক্সেলের ক্যামেরা ফোন।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটের বরাত জানা গেছে, এইচটিসির আপকামিং ফ্লাগশিপ ফোনটিতে ৪২ মেগাপিক্সেলের কার্ল জেইস স্ন্যাপার ব্যবহার করা হবে। এর ডিসপ্লে হবে ৬ ইঞ্চির। রেজুলেশন ১০৮০x২০৪৮ পিক্সেল।

ফোনটি অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেমে চলবে। এতে স্যামসাংয়ের এক্সনোস ৯৮১০ প্রসেসর সংযোজন করা হবে।

এইচটিসির নতুন এই ফোনটিতে ১০ জিবি র‌্যামের পাশাপাশি থাকছে অধিক স্টোরেজ। এতে ৫১২ রম ইনবিল্ট থাকভে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে আরও ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।

ছবির নতুন ফ্লাগশিপ ডিভাইসটিতে ৪২ মেগাপিক্সেলের কার্ল জেইস রিয়ার সেন্সর ব্যবহৃত হচ্ছে। সেলফির জন্য থাকছে ১৬ মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা।

ব্যাকআপের জন্য এতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি সংযোজিত থাকবে। ফোনটির প্রত্যাশিত মূল্য ধরা হয়েছে ১২০০ ডলার।

No comments:

Post a Comment